একটি জিঙ্গেল হলো একটি ছোট গান বা সুর যা বিজ্ঞাপনে এবং অন্যান্য বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যবহৃত হয় । জিঙ্গেল ব্র্যান্ডিংয়ের একটি ফর্ম। একটি জিঙ্গলে এক বা একাধিক হুক এবং অর্থ থাকে যা স্পষ্টভাবে বিজ্ঞাপন দেওয়া পণ্য বা পরিষেবার প্রচার করে। 

                                   কমার্শিয়াল জিঙ্গেল

সাধারণত এক বা একাধিক বিজ্ঞাপনের স্লোগান ব্যবহার করা হয় । রেডিও এবং টেলিভিশন বিজ্ঞাপনে জিঙ্গেল ব্যবহার করা হয়ে থাকে। হাল আমলে ওয়েব বিজ্ঞাপনেও (ফেসুবক/ইউটিউব) জিঙ্গেল ব্যবহার করা হয়।  এটি একটি ব্র্যান্ড ইমেজ প্রতিষ্ঠা বা বজায় রাখতে কাজ করে। 

জনপ্রিয় গানের স্নিপেট ব্যবহার করে অনেক জিঙ্গেলও তৈরি করা হয় , যেখানে পণ্য বা পরিষেবার যথাযথভাবে বিজ্ঞাপন দেওয়ার জন্য গানের কথা সংশোধন করা হয়।

Script24 এর কর্মীরা খুব কার্যকর জিঙ্গেল রচনা করে দিবে আপনার ব্র্যান্ডের জন্য। যেটি এতদিন বড় কোম্পানি (যেমন স্কয়ার/প্রাণ) করত এখন আপনি ছোট ব্র্যান্ড হয়েও করতে পারবেন। কারণ আপনারও রয়েছে সস্তায় অথচ কার্যকর বিজ্ঞাপন দেওয়ার প্লট (ইউটিউব/ফেসবুক)। তাই দেরি না করে যোগাযোগ করুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন। 

নিচে জিঙ্গেলের একটি উদাহরণ দেওয়া হলো-